আবদুল হাই ইদ্রিছী, কমলগঞ্জ (মৌলভীবাজার): বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই জামাযাতে ইসলামীর লক্ষ্য। ৩৬ জুলাই বিপ্লবের পর জামায়াতে ইসলামী জনগণের হৃদয়ে একমাত্র আস্থার জায়গা হিসেবে স্থান করে নিয়েছে। এখন আর জামায়াত সম্পর্কে নেতিবাচক প্রচারণা করে জামায়াত থেকে মানুষকে সরানো যাবেনা বরং নেতিবাচক প্রচারে আমাদের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ছাত্র-ছাত্রী মহিলা, উলামা, পেশাজীবী, শ্রমিক ও যুবক সহ ভোট সেন্টার ভিত্তিক নির্বাচনি দায়িত্বশীলদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি এড. মো. কামরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোঃ ইয়ামীর আলী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ । কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম আরো বলেন, জামায়াত ক্ষমতায় আসলে সকলকে নিয়ে সমতার ভিত্তিতে ক্ষমতা পরিচালিত করবে। জামায়াত ক্ষমতায় আসবে তার বাস্তব প্রমাণ ডাকসু ও জাকসু নির্বাচন। এই বিষয়টি বুঝতে পেরেই অনেকে হতাশ হয়ে জুলাই সনদ ও সংস্কারকে বাধাগ্রস্ত করছেন। এরা কারা তা জাতির কাছে স্পষ্ট। তিনি জোর দিয়ে বলেন, মৌলভীবাজার- ৪ সংসদীয় আসনে জামায়াত প্রার্থী এডভোকেট মো. আব্দুর রব বিজয়ী হলে দক্ষ একজন আইনজীবী হিসেবে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে মানুষের অধিকার নিশ্চিত ও এলাকার উন্নয়নে কাজ করবেন। কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, সহকারী সেক্রেটারি মনসুর আলী প্রমুখ। কয়েক শতাধিক সেন্টার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন মৌলভীবাজার জেলা সেক্রেটারি মাও. খালেদ আহমদ।
রাজনীতি
কমলগঞ্জে জামায়াতের নির্বাচনি কর্মশালা
দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য---------ফখরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই জামাযাতে ইসলামীর লক্ষ্য। ৩৬ জুলাই বিপ্লবের
Printed Edition