২৪শে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকা -১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি বলেন জুলাই যোদ্ধারা কেবল মাত্র ভারত বিরোধী হওয়ার কারণে আজ বিভিন্ন হামলার শিকার হন।

আজ ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এই দেশ কখনো সন্ত্রাস ও অন্যায়ের আশ্রয়স্থল হতে পারে না। যারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে তাদের ওপর হামলা জাতির বিবেককে আঘাত করেছে।

তিনি আরও বলেন, ওসমান হাদীর মতো সাহসী যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়েই আমাদের বিজয় এসেছে। সেই বিজয়ের দিনে দাঁড়িয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। অন্যথায় বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও অস্থির করে তুলবে।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা ন্যায়বিচার, নিরাপদ সমাজ ও সত্যিকার অর্থে বিজয়ের চেতনায় রাষ্ট্র ও ঘটনার অঙ্গীকার ব্যক্ত করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে উপস্থিত জনতার উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা মোঃ মোবারক বলেন , ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়, একটি সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ চায়। তিনি বলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে- সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসময় উপস্থিত জনতা - স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন উঠেন- হাঁ আমরাও এমন একটি রাষ্ট্র চাই যেখানে থাকবে না কোন দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসবাদ, আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, আমরা একটি শোষণমুক্ত বাংলাদেশ চাই,

মহানগরী মজলিসে সুরা সদস্য ও মোহাম্মদপুর উত্তর থানার সম্মানিত আমীর জনাব আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৩ আসনের নির্বাচনী পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমান, এডভোকেট আজহার মুন্সী, ( মোহাম্মদপুর থানা) আমীর যথাক্রমে - পশ্চিমের আমীর মোঃ মাসুদুজ্জামান , পূর্ব - মোহাম্মদ মশিউর রহমান , দক্ষিণ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মধ্য মোঃ মশিউর রহমান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ।