কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে গত শুক্রবার কাপাসিয়ার চাঁদপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী রোকন (সদস্য) সম্মেলন ও শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার ২৫০ জন রুকন (সদস্য) অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ড: মো: জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খাইরুল হাসান, গাজীপুর মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য সালাউদ্দিন আইউবী, জেলা জামায়াতের তরবিয়ত সেক্রেটারি মাওলানা মোহাম্মদুল্লাহ।