বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় গত ৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী বলেছেন প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সরকারের ওয়াদা মোতাবেক আগামী জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি আজ সকালে নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ইউনিয়ন সভাপতি মোঃ হিরা মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী ফারুক আহমদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, উপজেলা আমীর আবুল হোসেন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা সেক্রেটারি মীর্জা তাজুল ইসলাম লিংকন, সাবেক ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মেম্বার, ইসলামী ছাত্রশিবিরের নিকলী উপজেলা সেক্রেটারি হিমেল খান প্রমুখ। অধ্যাপক মোঃ রমজান আলী ছাতিরচরকে সংগঠনের জন্য একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান।