বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ফেনী, নরসিংদী ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন খেলাফত আন্দোলন জেলা নেতৃবৃন্দ।

ফেনী জেলা: খেলাফত আন্দোলন ফেনী জেলা শাখার আমির মাওলানা গাজী ইউসুফ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফেনী জেলা আমি প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা আনোয়ার উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মুফতি আলাউদ্দিন নুরী, হাকিম মামুনুর রশিদ ও হাফেজ মাওলানা ইলিয়াস প্রমূখ।

নরসিংদী জেলা: খেলাফত আন্দোলন নরসিংদীর জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। দলের জেলা আমির মাওলানা মোশারফ হোসেন রায়পুরের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম ও মাওলানা ইসমাইল ভাওয়ারিসহ একটি প্রতিনিধি দল।

ফরিদপুর জেলা: ফরিদপুর জেলা প্রশাসকের কাছে খেলাফত আন্দোলনের স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জয়নাল আবদীন বকুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা মিজানুর রহমানসহ একটি প্রতিনিধি দল।

খেলাফত আন্দোলনের ৭ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদের ভিত্তিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে, ২০১৩ সালের শাপলা গণহত্যা ও ২০২৪ এর গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দ্রুত দৃশ্যমান করতে হবে, বিগত ২৪ এর আন্দোলনকারীদের ন্যায় ২০১৩ এর শাপলা শহীদদের রাষ্ট্রিয় মর্যাদা ও আহতদের সুচিকিৎসাসহ রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা দিতে হবে, বিগত সরকার গুলোর আমলে দেশ থেকে বিদেশে পাচারকৃত সকল অর্থ ফেরত আনতে হবে এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ ও গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রেসবিজ্ঞপ্তি।