কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : সকল জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ শুনানি শেষে অবশেষে কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবৈধভাবে হস্তক্ষেপ করা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল দীর্ঘ শুনানি শেষে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী- ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন।
এ ঘোষণা মুহুর্তের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আসা মাত্রই উঁকি দিয়ে ওঁত পেতে থাকা নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা জামায়াতের একাধিক নেতাকর্মী।
সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের পথে এগিয়ে থাকা- এগিয়ে যাওয়া ব্যারিস্টার সালেহীকে থামাতে অবৈধ হস্তক্ষেপ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ। এরপর খুব দ্রুত সেই অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে আপিল করেন ব্যারিস্টার সালেহী। সেখানেই দীর্ঘ শুনানি পূর্বক রায় আসে ব্যারিস্টার সালেহীর পক্ষে। এতে বেজায় খুশি কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের ভোটার ও জামায়াত শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে। এ যেন বিজয়ের হাসি হাসছে আসন জুড়ে। দোয়া সহ সবধরনের সহযোগিতা চেয়েছে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।