জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এবং শ্রমিক কল্যাণের মহানগর উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকদের রক্ত ও ঘামে সভ্যতা গড়ে ওঠে, সচল হয় দেশের অর্থনীতি। শ্রমিকদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। কিন্তু তারাই দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। কারণ প্রচলিত অর্থব্যবস্থা ও শ্রমনীতিতে শ্রমজীবী ভাইদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ব্যতীত শ্রমিকদের মুক্তি ও কল্যাণ সম্ভব নয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শ্রমিকরা বিভিন্ন রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শ্রমজীবী মানুষের চাকরির কোন নিশ্চয়তা নাই। পরিবহনসহ বিভিন্ন সেক্টরে শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি চলছে। কতিপয় মালিকরা নিজেরা টাকার পাহাড় গড়ে তুললেও শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে গড়িমসি করেন। যখন তখন শ্রমিক ছাটাই করেন। এই ধরনের ছাঁটাই বন্ধ করতে হবে। মালিক শ্রমিকদের মাঝে সুসম্পর্ক তৈরী করতে হবে। তাহলে উভয়ের পাশাপাশি দেশের অর্থনীতি গতিশীল হবে। আমরা যে মানবিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। শ্রমিকরা হবে সেই সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা।

তিনি বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। র‌্যালিটি নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী শ্রমিক শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ।

প্রধান বক্তার বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে শ্রমিক ভাইদেরকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শামিল করতে হবে। আমাদের লক্ষ্য হবে আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাহলে আমাদের ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মিয়া মোঃ রাসেল, এস এম মনোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, সহসাধরণ সম্পাদক আক্কাছ আলী, নজরুল ইসলাম মারুফ, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, হাসপাতাল থানা পূর্বের সভাপতি আল মোমিন ও কেতোয়ালী থানা পশ্চিম সভাপতি জাবেদুর রহমান জাবেদ প্রমুখ।

বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশে ফেডারেশনের মহানগর নেতৃবৃন্দ ছাড়াও মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও ৩২ টি ট্রেড ইউনিয়ন শাখার বিপুল সংখ্যক শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।