অবিলম্বে সংস্কার সম্পন্ন এবং গণহত্যা ও জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের গ্রেফতার করে বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি গতকাল পাবনা জেলা জামায়াতের উদ্যোগের দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে আয়োজিত ষান্মাসিক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব দাবি জানান।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, অবিলম্বে সংস্কার সম্পন্ন ও গণহত্যার বিচার করতে হবে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করে অনতিবিলম্বে বিচার করতে হবে।

তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এ ষড়যন্ত্রকে রুখে আগামী নির্বাচনে আমাদের বিজয় আনতে হবে। তিনি বলেন, আমরা কাউকে ভয় করি না, ভয় দেখিয়ে কোন লাভ নেই, আল্লাহ আমাদের সাথেই আছেন, বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ।

তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন, কোন অনিয়মে যুক্ত থাকা যাবে না। অনিয়মে যুক্ত থাকার প্রমাণ পেলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচন হবে আমাদের জন্য চ্যালেঞ্জিং নির্বাচন, নির্বাচনে শারীরিক, মানসিক পরিশ্রম এবং ব্যাপক সময় কাজ করে এগিয়ে যেতে হবে। নির্বাচনে আর্থিক কুরবানীর ব্যাপক প্রয়োজন হবে এজন্য আগে থেকে আমাদের সতর্ক হতে হবে।

পাবনা জেলা জামাতের আমির ও পাবনা -৪ ( ঈশ্বরদী- আটঘরিয়া )আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত রোকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি আব্দুর রহিম বলেন, দেশ গঠনে জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচিত করলে সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গঠিত হবে, ফলে সমাজে অন্যায় অবিচার থাকবে না।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, রুকনদের অধিক সচেতন হতে হবে এবং নিজ নিজ দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে।

জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত পাবনা-৫ (জেলা সদর) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত মনোনীত পাবনা-১ ( সাঁথিয়া- বেড়ার আংশিক) আসনে এমপি প্রার্থী ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত পাবনা-৩ (চাটমোহর- ভাঙ্গুড়া- ফরিদপুর ) আসনে এমপি প্রার্থী অধ্যাপক আলী আজগর, সুজানগর উপজেলা জামায়াতের আমির ও পাবনা-২ ( সুজানগর -বেড়া আংশিক) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন।

সম্মেলনে ষান্মাসিক রিপোর্ট পেশ করেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ, বাইতুলমাল রিপোর্ট পেশ করেন অধ্যাপক আব্দুল মোমেন।

ইসলামী সংগীত পরিবেশন করেন অনির্বাণ শিল্প গোষ্ঠী ।