বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া–৩ (সদর) আসনের এমপি প্রার্থী মুফতি আমীর হামজার এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রার অগ্রভাগে থাকা খোলা জিপে দাঁড়িয়ে মুফতি আমীর হামজা পথের দু’পাশে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। উপস্থিত মানুষেরাও হাত নেড়ে তাঁকে সমর্থন জানান।

শনিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের লাহিনী মেডিকেল কলেজ ক্যাম্পাস এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

লাহিনী মেডিকেল কলেজ এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি চৌড়হাস মোড়, মজমপুর গেট, বারখাদা ত্রিমোহিনী হয়ে বাইপাস সড়ক অতিক্রম করে বটতৈল মোড় হয়ে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার দূরে লক্ষীপুর বাসস্ট্যান্ডে পৌঁছে। পরে সেখান থেকে আব্দালপুর হয়ে ঝাউদিয়া মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় মুফতি আমীর হামজা বলেন, দলীয় সিদ্ধান্তে প্রার্থী মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি নিয়মিত নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, মাঠে নেমে জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা অব্যাহত আছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে নির্বাচনী এলাকার সব স্থানে ক্যাম্পেইন সম্পন্ন করা হয়েছে। জনগণ নেতৃত্ব পরিবর্তন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে—এমন মন্তব্যও করেন তিনি।

শোভাযাত্রায় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিন, মাজহারুল হক মমিন, শহর জামায়াতের আমীর এনামুল হকসহ কুষ্টিয়া জেলা, শহর ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, শোভাযাত্রায় শতাধিক প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ ৫ হাজারের বেশি মোটরসাইকেল অংশ নেয়। তারা আরও জানান, এটি কুষ্টিয়ার ইতিহাসে সবচেয়ে বড় এবং শৃঙ্খলাবদ্ধ মোটর শোভাযাত্রাগুলোর একটি।

দিনব্যাপী কর্মসূচি শেষে পাটিকাবাড়ি, আইলচারা ও খাজানগর এলাকা প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় কুষ্টিয়া শহরে ফিরে আসে।