বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতা-কর্মীদের চাঁদাবাজিতে উৎসাহিত করার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
গত ২২ জুলাই উজিরপুরের গুঠিয়ায় একটি দলীয় সভায় ওই মন্তব্য করেন সান্টু। যদিও তাঁর অনুসারীরা দাবি করেছেন, এসব ভিডিও এডিট করা।
সরফুদ্দিন আহমেদ সান্ট বলেছেন, ছোট ছোট চাঁদাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিয়েছি। আপনাদের প্রোয়োজন হলে তো আপনারা আমার কাছে আসেন, ভাই আমার এ প্রয়োজন হয়েছে।
সরফুদ্দিন আহমেদ সান্ট বলেন, রিয়াজের সঙ্গে এক-দুজন দাড়িয়েছিলো তাদের ছেড়ে দিয়েছে। ছোট ভাই হিসেবে ছাড়ছি। এখন আমি যদি ওদের সাথে নির্বাচন করি তাহলে কেমন দেখা যায়। ওদের তো আমিই নেতা বানাইছি। এখন যা হয়েছে তা সবগুলো মেনে আমরা দলদারি করি ভাই।
তিনি আরও বলেন, আমি থাকি আর না থাকি আপনারা এক থাকেন। দল ক্ষমতায় না গেলে কিছুই পাবেন । এখন যা হয়েছে, ছোট ছোট চাঁদাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিয়েছি। আমি কেন হইতে দিয়েছি, এজন্য দিয়েছি। ১৭ বছর আমার নেতাকর্মী কিছু খায় নাই। আপনারা আমার দলের কর্মী, আপনারা যদি ভালো থাকেন তাহলে তো আমি ভালো থাকবো।