বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে জেলা ও উপজেলা কার্যনিবার্হী সদস্যদের নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সাধারণ সম্পাদক তৌফিক ওমরের পরিচালনায় ও সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা এস এম আব্দুচ সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল আউয়াল। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ একটি মজলুম দেশ, এদেশের সকল শ্রমজীবি মানুষও মজলুম। দীর্ঘ ১৬ বছর অব্যাহত জুলুমের যাতাকলে পৃষ্ঠ ছিল অসহায় শ্রমিক জনগোষ্ঠী। বর্তমানে আমরা দেশের ভবিষ্যত নিয়ে চিন্তিত। গোটাদেশ একটি মানবিক ও দেশপ্রেমিক নেতৃত্বের অপেক্ষায়। একটি সুন্দর কাংখিত নির্বাচন ন্যায় পরায়ন সরকার উপহার দিতে পারে। জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফোডারেশন একটি মানবিক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজ করে যাচ্ছে। শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধতায় মানবিক, ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। এতে আরও উপস্থিত ছিলেন জেলা ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মাসুদ করিম জামি সহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।