সম্ভবত চলতি বছরের শেষভাগে-দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সাবেক কূটনীতিক হুমায়ূন কবীর। তিনি জানান, “চলতি বছরই তারেক রহমান দেশে ফিরছেন। নবেম্বর মাসে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে কিংবা সেই সময়েই তিনি দেশে ফিরতে পারেন।

হুমায়ূন কবীর বলেন, ড. ইউনূসের সঙ্গে বৈঠকে তারেক রহমান নির্বাচনসংক্রান্ত রোডম্যাপে সন্তোষ প্রকাশ করেন। বিএনপির পক্ষ থেকেও ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হয়। এই বৈঠক ছিল রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। তারেক রহমানের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী ভাবনার বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রও সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন হুমায়ূন কবীর।

তারেক রহমানের উপদেষ্টার দাবি, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন লন্ডনে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে শুধু নির্বাচন নয়, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, মানবাধিকার, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের আগ্রহেই এ বৈঠক হয়েছে। তারা আগ্রহী বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য একটি নির্বাচনী প্রক্রিয়া দেখতে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আন্তর্জাতিক মহলের সঙ্গে বিএনপির যোগাযোগের দ্বার উন্মুক্ত হয়েছে। কূটনীতিকরাও এখন নির্ভয়ে বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করতে পারছেন। আমরা এর ইতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াতেই।