দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ ৫ (ছাতক দোয়ারা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত মডেল ছাতক-দোয়ারা গড়তে বদ্ধপরিকর। ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে ছাতক–দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুস সালাম মাদানী বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা হবে। কোনো ধরনের লুটতরাজ কিংবা সাধারণ মানুষের অধিকার ও সম্পত্তি দখলের সুযোগ দেওয়া হবে না। তিনি আরও বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক আর্থসামাজিক অগ্রগতির জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রাধিকারভিত্তিতে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।