বাংলাদেশের বেশিরভাগ মানুষই অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদের জীবন মানে উন্নত করতে হবে বেকার সমস্যাসহ মৌলিক সমস্যা দূর করতে হবে। স্বাধীনতা উত্তর এই বাংলাদেশ ৫৩ বছরের শাসনে ধনী-দরিদ্রের যে বৈষম্য সৃষ্টি হয়েছে জনগণ দায়িত্ব দিলে জামায়াতে ইসলামী সেই বৈষম্য দূর করার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। ধর্ম বর্ণ গোত্রের উর্ধ্বে উঠে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি মানবিক সমাজ গড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল ৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। গতকাল শুক্রবার নগরীর ১৮নং ওয়ার্ডের বগুড়া রোডস্থ শ্রী চৈতন্য গোবিন্দ মোহন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের ১৮ নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমাদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে ঘরে ঘরে দিনবদলের বার্তা পৌঁছে দিতে হবে। যুব সমাজের মাঝে স্লোগান উঠেছে “নতুন প্রজন্মের প্রথম ভোট সৎ নেতৃত্ব ও ইনসাফের পক্ষে হোক।” মানুষকে বুঝতে হবে রাজনৈতিকভাবে সচেতন হতে না পারলে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঘটবে কোনভাবেই যাতে শেখ হাসিনার মতো স্বৈরতন্ত্রের পুনর্জন্ম যাতে না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তবর্তী সরকারকে হুশিয়ার করে বলেন - জনগণের অধিকার ও গণতান্ত্রিক কাঠামো রক্ষায় জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে এবং সেটার ভিত্তিতে একটি সুষ্ঠু গ্রহনযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে।
১৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি বায়জীদ বোস্তামীর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা মতিউর রহমান, বরিশাল মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির, কোতোয়ালি উত্তর থানা নয়েবে আমির অধ্যাপক সৈয়দ গোলাম গোফরান এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, “ইনসাফ, ন্যায্যতার ভিত্তিতে সমতা প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা ও আমাদের সর্বশ্রেষ্ঠ পরিচয়Ñ আমরা বাংলাদেশী। একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আবু নসর মো. নেসার উদ্দিন, মাওলানা এ বি এম মোশাররফ হোসাইন, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।