বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য হবে না। মনোনয়ন বাণিজ্য না হলে কোনো সংঘাতও হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তাই জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবে গণভোট সম্পন্ন করতে হবে। জাতীয় নির্বাচন যথাসময়েই হতে হবে, তবে যেনতেন প্রহসনের নির্বাচন জনগণ হতে দিবে না। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করতে হবে। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে আবারও একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে সরকার স্বৈরাচার ও ফ্যাসিস্ট হয়ে উঠবে। ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ জামায়াতে ইসলামীর উত্থাপিত ৫ দফার বিকল্প নেই।

রবিবার (১২ অক্টোবর) ঢাকা-৮ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার ৫ দফা দাবি গণমানুষের দাবি। এই দাবির স্বপক্ষে একটি দল ব্যতীত দেশের সকল ইসলামী দল ও গণতন্ত্রকামী দেশপ্রেমিক রাজনৈতিক দল একমত হয়েছে। কেবলমাত্র ঐ দলটি একমত হচ্ছে না যাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বুঝাতে ১৭২ দিন হরতাল পালন করতে হয়েছে। যারা বলেছিল শিশু আর পাগল ব্যতীত কেউ নিরপেক্ষ নয় তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিরপেক্ষ হতে পারে না। পরবর্তীতে তারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিগত ১৫ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করছে। এমনকি এখনো তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য আদালতের বারান্দায়-বারান্দায় ঘুরছে। এরা পিআর পদ্ধতির জন্য সময়ের ব্যবধানে আন্দোলন করবে। আদালতের বারান্দায় গিয়ে দাঁড়াবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসনের নির্বাচন পরিচালক মো. শামছুর রহমানের সভাপতিত্বে শনিবার রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টি পারপাস হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন।

মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর, ঢাকা-৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খানের পরিচালনায় সম্মেলনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফল ইসলাম। অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাসিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমীর মো. শামসুল বারি, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুরুদ্দিন, শাহজাহানপুর পশ্চিম থানা আমীর মো. সরওয়ার হোসেন, রমনা থানা আমীর মো. আতিকুর রহমান, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ শাহফুজুল হক, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী প্রমুখ। এছাড়াও সম্মেলনে ঢাকা-৮ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।