চুয়াডাঙ্গা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর জননেতা রুহুল আমিন বলেছেন- জামায়াতে ইসলামী মহিলাদের ইসলাম প্রদত্ত মর্যাদার আসনে বসানোর জন্য কাজ করছে। আমাদের বিরুদ্ধে প্রচার করা হয় আমরা নারীকে আটকে ফেলবো, বাইরে যেতে দেবোনা ইত্যাদি কথা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা আমাদের বিরুদ্ধে কল্পিত অপপ্রচার ছাড়া কিছু নয়। আল্লাহতায়ালা তার রাসুলের মাধ্যমে নারীদের যে মর্যাদা দিয়েছে ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীরা সেই মর্যাদা দিয়ে চলবে। আমরা জানি একটা দ্বীনদার পরিবারে নারী যত নিরাপদ, একটা মাতাল কিংবা নাস্তিকের ঘরে সে ততটা নিরাপদ নয়। আমরা যারা জামায়াত করি তাদের মেয়েরা স্কুলে, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে যায়, স্ত্রীরা কর্মক্ষেত্রে যায় সম্মানের সাথে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সেভাবেই যাবে এর কোন ত্রুটি হবেনা ইনশাল্লাহ। সুতরাং আমাদের ব্যাপারে অপপ্রচার আছে আমরা জোর করে পর্দা করাবো বা ঘরে ঢুকাবো এটা মিথ্যা প্রচারণা। বরং আমরা কাজ করছি কলিজায় যদি আল্লাহর ভয় আসে, তবে সে এমনিই পর্দা করবে এবং অল্লাহ ও তার রাসুলের পথে চলার চেষ্টা করবে।

তিনি গতকাল বিকালে জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা শাখার উদ্যোগে শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহিলা শাখা আয়োজিত সমাবেশে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসেন, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন প্রমুখ। সমাবেশে কয়েক হাজার মহিলা কর্মী অংশগ্রহণ করে।