জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জনগণের প্রকৃত মতামত কার্যকর করতে জাতীয় নির্বাচনে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি প্রবর্তনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের কাউতলি এলাকায় অবস্থিত স্বপ্ন তরী কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মুহা. মোবারক হোসাইন। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহা. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. জুনায়েদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা গাজী নিয়াজুল কারীম,  বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল আমিন শাহিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, এনডিএফ জেলা সভাপতি ডা. এম. এ. হানিফ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. রোকন উদ্দিন, জনাব ফায়জুল করিম মনোয়ার প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের ভোট ও মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতি এখন সময়ের দাবি। এ পদ্ধতি বাস্তবায়িত হলে দেশের রাজনীতিতে ভারসাম্য, জবাবদিহিতা ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তাঁরা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা হচ্ছে জনগণের অধিকার ও অংশগ্রহণের নিশ্চয়তা—যা পিআর পদ্ধতির মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আলেম-ওলামা, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষকসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।