আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবে ভারতীয় হেজেমনি আর ফ্যাসিবাদী অপশক্তির একসঙ্গে পতন হয়েছে। কিন্তু পতিত ফ্যাসিবাদ এখনো নিষ্কৃয় হয়নি। তারা এক এক বার এক এক রূপ ধরে ফিরে আসতে চায়। তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একটি জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আর তা হলো পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ হোক কিংবা জাতীয় পার্টি তাকে প্রতিহত করতে হবে। নইলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে ‘জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও নির্বাসন থেকে দেখা হাসিনার ফ্যাসিবাদ’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছিল রাজনৈতিক ফ্যাসিবাদ। তারা একটি সাংস্কৃতিক ফ্যাসিস্ট শক্তিকে তৈরি করেছিলো। এই সাংস্কৃতিক ফ্যাসিস্ট শক্তিই ১৬ বছর ধরে জনগণের ওপর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাপিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করেছিলো। আর এই সাংস্কৃত ফ্যাসিবাদের নেতৃত্ব দিয়েছিলো সাংবাদিকরা। ফ্যাসিবাদের বয়নটা শক্তিশালী করেছে মিডিয়ার একটি বড় অংশ। সেটি আমাদের ভুলে গেলে চলবে না।

আমার দেশ সম্পাদক আরও বলেন, এই সাংস্কৃতিক ফ্যাসিবাদী শক্তি স্বাধীনতার পর থেকে অর্ধ শতাব্দীর অধিককাল মিডিয়াকে দখল করেছিল। সেই শক্তি এখনও নিশেষিত হয়ে যাইনি। তা আমাদের উপলব্দী করতে হবে। আমরা সেই শক্তি থেকে মিডিয়াকে এখনও মুক্ত করতে পারিনি। এটা আমাদের সম্মিলিত ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে আমরা আজকে আবারও সেই সাংস্কৃতিক ফ্যাসিবাদের পেশীর আস্ফালন দেখতে পাচ্ছি। এটা নিয়ে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। তা না হলে জনগণের স্বাধীনতা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব মুখ থুবড়ে পড়বে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে তা স্বাভাবিক। কিন্তু ফ্যাসিবাদ প্রশ্নে আপনাদের এক থাকতে হবে। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ছিল। তারা ১৫ বছর ফ্যাসিবাদকে টিকে থাকতে সহায়তা করেছে, বৈধতা দিয়েছে। এরশাদ ও তার সাঙ্গপাঙ্গরা সকলে মিলে হাসিনার সাথে নির্বাচনের নামে তামাশা করেছে।

মাহমুদুর রহমান বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপি এখন রাজনীতিতে প্রধান শক্তি এই তিন রাজনৈতিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা এক হয়ে শেখ হাসিনাকে পরাভুত করেছে। দুই নম্বর ভারতীয় হেজেমনির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এমন কোনো পরিস্থিতি হতে দেওয়া যাবে না যেন আবার ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসতে পারে। কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্য থাকতে হবে, দৃঢ় অবস্থানে থাকতে হবে। এখানে যারা দুর্বলতা দেখাবে সেই যেই দলই হোক না কেন আমার দেশ তাকে বা তাদেরকে ছাড় দেবে না বলেও হুশিয়ারি জানান তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরি, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এ্যাব চট্টগ্রাম শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, সাংবাদিক সালেহ নোমান, মঈনউদ্দিন কাদেরী শওকত, মাহবুব মওলা রিপন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা।