যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল বলেছেন, জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। চাঁদাবাজ, পেশিশক্তি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে মানুষ আগামীতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। স্বচ্ছ রাজনীতি করার জন্য আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতকে ভোট দিতে চায়।
শুক্রবার (১৮এপ্রিল) পেশাজীবিদের এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার পেশাজীবি থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বেসকালে সার্কিট হাউজ পাড়ার প্রাচ্যসংঘের ওবায়দুলবারী হলে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

অধ্যাপক গোলাম রসূল বলেন, জামায়াতের জনপ্রিয়তা দেখে কেউ কেউ অপপ্রচার শুরু করেছে। এ ব্যাপারে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাককে হবে। তিনি আরোও বলেন, রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করেই আমাদেরকে কুরআনের আইন চালু করার চেষ্টা করতে হবে। আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশে থাকবে না কোনো অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন। আমরা সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করার আহবান জানান।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সফিকুর রহমান, অফিস সেক্রেটারি গাউসুল আজম, সৈয়দ শামসুল ইসলাম, ডাক্তার শরিফুজ্জামান রন্জু, ইকবাল হোসেন, মাস্টার জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পেশাজীবি থানা সেক্রেটারি আবু ফয়সাল।
বিশেষ অথিতির বক্তব্যে অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে আখিরাতমুখী হতে হবে। আমাদেরকে সর্বপ্রথম কুরআনের জ্ঞান বাড়াতে হবে। আল্লাহর নৈকট্য ও ভালবাসা অর্জন করার জন্য ফরজ-ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত ও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর হক আদায় করতে হবে। কর্মী ও দায়িত্বশীলদের মধ্যে আন্তরিক ভালবাসা বৃদ্ধি করতে হবে। জামায়াতের ওয়ার্ড ও ইউনিটসহ সকল পর্যার দায়িত্বশীলদের উদ্যোগী ভূমিকা পালন করতে হবে এবং সে ভূমিকা পালনে যশোর জেলার জনশক্তিকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করাতে পারবো ইনশাআল্লা। উক্ত দায়িত্বশীল শিক্ষা শিবিরে পেশাজীবী থানার ২৩টি ওয়ার্ডের দেড় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।#