বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান ও বিজ্ঞান গবেষণায় দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদেরকে এক ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

গতকাল শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে সমমনা চবিয়ানদের উদ্যোগে আয়োজিত চবিয়ান মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চবিয়ান মিলন মেলা, ঢাকার এই আয়োজনে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উক্ত মিলন মেলায় অন্যান্যদের মধ্যে প্রধান বক্তা হিসেবে বক্তব্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, সাবেক চাকসু ভিপি এডভোকেট জসিম উদ্দিন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যাপক নুরুল আমীন, সাবেক চাকসু এজিএস মহিউদ্দিন ফারুক, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ড. আব্দুল মান্নান, দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী এবং সাবেক সভাপতি ও সেক্রেটারি বৃন্দ।

প্রধান বক্তা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি