আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা ও তার প্রধান সহযোগীর মৃত্যুদ- ঘোষিত রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। মজলুম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে। এই রায় আমাদের রাজনৈতিক ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। রাষ্ট্রকে ব্যবহার করে জনতার ওপরে দমন-পীড়নের বিরুদ্ধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পতিত ফ্যাসিবাদ অনেক বিস্তৃত অপরাধচক্র গড়ে তুলেছিলো। সেই চক্রের প্রধান সম্পর্কে একটি মামলার রায় হলো। পর্যায়ক্রমে সকল অপরাধীকেই শাস্তির আওতায় আনতে হবে। এই বিচার প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশেল পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ পরিবার ও আহতদের প্রতি আমাদের সন্মান ও বেদনা আবারো ব্যক্ত করছি।
হেফাজতে ইসলাম : হাসিনার মৃত্যুদ-ের রায়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্ডিয়ায় পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদ-ের রায় দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে। শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয়গুলো আনন্দে সিক্ত হয়ে উঠেছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি।
তারা আরো বলেন, আজকে আমাদের স্পষ্ট বার্তা, হাসিনার মৃত্যুদ-ের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের বিজয় আরো পাকাপোক্ত হয়েছে। এ রায় যুগে যুগে ন্যায়বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে।
হেফাজত নেতৃবৃন্দ বলেন, জুলাই গণহত্যা ছাড়াও পিলখানা হত্যাকা- ও শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত শুরু করতে হবে। ভারতের চিহ্নিত সেবাদাস জাতীয় পার্টি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে বিচারপূর্বক আজীবন নিষিদ্ধ করতে হবে। অন্যথায় চব্বিশের পরাজিত শক্তি ইন্ডিয়ান আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ বারবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।
খেলাফত মজলিসের : খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা বিগত ১৬ বছরে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানবতাবিরোধী জঘন্য অপরাধ সংঘটিত করেছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার ভূলুণ্ঠিত করেছিল। হাজারো শহীদের রক্তের প্রতি ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তি কাম্য ছিল। প্রতিক্রিয়ায় তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে দীর্ঘ সময় ধরে সাক্ষী ও যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে শেখ হাসিনা ও তার এক সহযোগীর অপরাধের প্রমাণ পেয়েছেন এবং আজ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ঐক্যজোট : শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদ-ের রায়ে সন্তোষজনক প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পতিত সরকার প্রধান শেখ হাসিনা ও তার সহযোগীরা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দল-মতের মানুষকে গুম-খুন করে মানবতাবিরোধী অপরাধ করেছে। আলেম-উলামা ও ইসলামপন্থীদের ওপর অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারকে ভূলুণ্ঠিত করেছে। জুলাই বিপ্লবে দেড় হাজার নিরীহ ছাত্র-জনতাকে হত্যা করেছে। তারা বলেন, শহীদগণের রক্তের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে খুনি শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তিই কাম্য ছিল।
জেএসডি : শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এ রায় গণ-অভ্যুত্থান উত্তর আইনের শাসনভিত্তিক কাক্সিক্ষত বাংলাদেশ বিনির্মাণের পথে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। বিশেষত মানবতাবিরোধী অপরাধের দায় নির্ধারণÑজনগণের দীর্ঘদিনের প্রত্যাশাকে স্বীকৃতি দিয়েছে। প্রতিক্রিয়া রব আরও বলেন, আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন ও গুমে যারা নিখোঁজ হয়েছেনÑতাদের পরিবারগুলোর জন্য এই রায় ন্যায়বিচারের আশ্বাসও বটে। ঘোষিত রায় আমাদের মনে করিয়ে দেয় যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অবস্থান করলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়Ñএটাই গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি।
ন্যাশনাল লেবার পাটি : রায়ের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বরগুনা -২ আসন (পাথরঘাটা - বামনা- বেতাগী) গন মানুষের নেতা, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান। লায়ন ফারুক বলেন মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদ- একটি ঐতিহাসিক রায়। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে দলীয় নেতা কর্মীদের কে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন ন্যাশনাল লেবার পার্টির মহাসচিব লায়ন এড. মোঃ জাকির হোসেন, দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জনাব লায়ন তারিক আলম রাজা, যুগ্ন মহাসচিব মফিদার রহমান মজনু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন,দপ্তর সম্পাদক মোঃ জুয়েল রানা, আন্তর্জাতিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রানা, ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।