বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ,এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন, যারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়না তারাই পিআর পদ্ধতির বিরোধীতা করছে। অবাধ, সুষ্ঠু, শান্তিপুর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প নেই। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোটের সঠিক মূল্যায়ন হবে, নমিনেশন বাণিজ্য বন্ধ হবে। কালো টাকার প্রভাব, কেন্দ্র দখল বন্ধ হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।
গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন জামায়াতের আমীর আবু হেনা মোস্তফা কামালের সভাপত্বিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত তৃণমূল দ্বায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ছাত্র নেতা কামরুল হাসান, মহেশখালী উপজেলা উত্তরের আমির মাষ্টার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাষ্টার বশির আহমেদ, শ্রমিক কল্যাণ মহেশখালী উপজেলা উত্তরের সভাপতি হাফেজ আনছারুল করিম, হাসান শরিফ রুবেল সহ তৃণমুলের নেতৃবৃন্দ।
ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিস্টের বিদায় করেছে। তিনি বলেন, বাংলাদেশের ভাগ্যাকাশে আবারো কালো মেঘের ঘনঘটার আভাস পাওয়া যাচ্ছে। জুলাই বিপ্লবের আকাক্সক্ষা ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুদৃঢ় করতে হবে। তিনি আরো বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে ফ্যাসিবাদের পথ উম্মুক্ত থাকবে। নতুন করে সংসদীয় গণতান্ত্রিক স্বৈরাচারের জন্ম নেবে। বাংলাদেশে নতুন করে কোন ফ্যাসিবাদের উত্থান সাধারণ জনগণ মেনে নেবেনা। হামিদুর রহমান আযাদ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন, মানুষ কি চায়। মানুষ নির্দ্বিধায়, শান্তিপুর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে এই জাতি কাউকে ক্ষমা করবেনা। তাই বর্তমান সরকারকে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, যারা কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই করে বিজয়ের স্বপ্ন দেখছেন তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে প্রয়োজনে ছাত্র-জনতা আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। আমরা সরকারকে বলতে চাই অবিলম্বে জনগণের দাবি মেনে নিন। না হয় জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি মানতে সরকারকে বাধ্য করবে।
এদিকে, ড. আযাদ কালার মারছড়া বাজার মাঠে কালারমার ছড়া খেলোয়াড় সমিতির তত্বাবধানে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি