বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় নাজিরপুল এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১১ আসনের নির্বাচন পরিচালক মোহাম্মদ উল্লাহ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শফিউল আলম।
যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদরঘাট থানা আমির আবদুল গফুর। সভাপতিত্ব করেন ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের আমির কবির আহমদ। বক্তব্য রাখেন থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, জামায়াত নেতা আজিম উদ্দিন, আবদুস সামাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ উল্লাহ বলেন, দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ইসলামী আদর্শের প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ অবাধ ও নির্বিঘ্নে নিজেদের ভোট প্রয়োগ করতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করে আগামী দিনে দেশ শাসনের দায়িত্ব অর্পণ করবে, ইনশাআল্লাহ।