ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে বাউফল উপজেলায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় বাউফল পাবলিক মাঠে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক ও প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র শামীম সাঈদী। সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও: মো: ইসহাক।

নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোন একটি দলের স্বার্থ উদ্ধার করার জন্য নয়, ১০টি দলের ভাগ্য গড়বার জন্য নয়, গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়বার জন্য। ১০ দল নিজের দলের প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছে না, নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য।

নির্বাচনী সমাবেশে বাউফলের ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি ঘোষণা দিচ্ছি, এমপি হলে আমি কোন সরকারি সুবিধা নিবো না, প্লট, ট্যাক্স ফ্রি গাড়ি নিবো না। আমার সরকারি সুযোগ সুবিধা যা আছে বাউফল বাসীর কাজে লাগাবো। তিনি আরো বলেন, ৬০ দিনের মধ্যে বাউফলে মাদক ও ৯০ দিনের মধ্যে দুর্নীতির কবর রচনা করা হবে।

ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, বাউফলের প্রধান সড়ক দুই লেন বা চার লেন করার প্রয়োজন হয় তা করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। চরের জমি যার, ফসল তার এই ইনসাফের লড়াই চলবে। তিনি বলেন, ক্ষমতায় গেলেও না গেলেও বাউফলের নাগরিক হিসেবে বগা সেতু বাস্তবায়ন করা হবে।

নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, বাউফলবাসী সৌভাগ্যবান, বাউফল বাসী তাদের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে। এই মাসুদ ভাই শুধু বাউফলের সম্পদ নয়, তিনি সারা বাংলাদেশের সম্পদ, তিনি হলেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক, হাদী ভাইয়ের উত্তরসূরী।

তিনি বাউফলের ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোন চাঁদাবাজ, টেন্ডারবাজের কাছে ভোটকেন্দ্র ছেড়ে দেয়া যাবে না। আপনাদের যারা ভয় দেখায় তারা আসলে ভয় পেয়ে গেছে এ কারণে ভয় দেখাতে এসেছে। আপনার সকালেই ভোট কেন্দ্রে চলে যাবেন।

এছাড়া নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইউব বিন মুছা। পটুয়াখালী-১ আসনে ১০ দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অবঃ), এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো: আনোয়ার হোসেন প্রমূখ। নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন ১০ দলের থানা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।