নতুন বাংলাদেশের জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার শেষে নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি, গণঅভ্যুত্থান হয়নি।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ প্রথমদিনে মঙ্গলবার (১ জুলাই) গাইবান্ধায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালে শেখ হাসিনা উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম; এবার দেশ গড়ার ডাক দিয়ে রাজপথে নেমেছি। শেখ হাসিনার উৎখাত হয়েছে, পতন হয়েছে কিন্তু আমাদের নতুন বাংলাদেশ গঠিত হয়নি।

তিনি বলেন, নতুন বাংলাদেশের চাঁদাবাজি দুর্নীতি লুটপাট দখলদারিত্বের আর কোনো সুযোগ দেব না। সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে ডাক দিয়েছি সে দেশ গড়ে ঘরে ফিরবো।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ৬৪ জেলায় পদযাত্রা কর্মসূচিতে আমরা মানুষের কথা শুনবো। এ পদযাত্রা শেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সরকারের কাছ থেকে জুলাই ঘোষণাপত্র আদায় করবো। এই ঘোষণাপত্রে আপনার-আমার অধিকার ও দায়িত্বের কথা লিখা থাকবে।

এর আগে কর্মসূচির শুরুতে রংপুরের পীরগঞ্জে নাহিদ ইসলাম বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, তা সহ্য করা হবে না। জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব। আমরা বাংলার প্রতি প্রান্তরে যাবো। সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব।