স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এক বিশাল গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের মিলনমেলা হয়, পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় আধ্যাত্মিক ও আবেগঘন পরিবেশ।
দোয়ার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের সংগ্রামের প্রতীক, একমাত্র আপোষের নেত্রী,তাঁর সুস্থতা আজ সমগ্র জাতির কামনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপি র কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার, ডাক্তার মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম মনজুরুল করিম রনি এবং গাজীপুর–২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, আফজাল হোসেন কায়সার, এডভোকেট ড. শহিদুজ্জামান, মাহবুবুল আলম গোলাপ, এডভোকেট মেহেদী হাসান এলিছ, এডভোকেট আব্দুস সালাম শামীম, এডভোকেট সিদ্দিকুর রহমান, অধ্যাপক নজরুল ইসলাম, হাসান আজমল ভূঁইয়া, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ, বশির আহমেদ, নীলা মুস্তফা, নাসিমুল ইসলাম মনিরসহ স্থানীয় ইঘচ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণদোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী। তাঁর মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, জাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়।
এর আগে গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম মনজুরুল করিম রনি গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি বলেন, সাংবাদিকরা সত্য ও গণমানুষের কণ্ঠস্বর; আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, গাজীপুরের উন্নয়ন, জনগণের অধিকার ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কাজ করতে চান। তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংবাদিকরা আগের মতোই অগ্রণী ভূমিকা পালন করবেন।