রাজনীতি
সাতকানিয়ায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পতিত আওয়ামী স্বৈরচারের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলা শাখা। বুধবার দুপুরে সাতকানিয়া পৌরসদরে
Printed Edition

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পতিত আওয়ামী স্বৈরচারের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলা শাখা। বুধবার দুপুরে সাতকানিয়া পৌরসদরে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী এডভোকেট আবু নাছের, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া জামায়াত আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারী তারেক হোছাইন, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সাবেক আমীর এম ওয়াজেদ আলী, নায়েবে আমীর মোহাম্মদ শাহ আলম, সাতকানিয়া জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা আবু তাহের ও সমাজ সেবা বিষয়ক সেক্রেটারী রফিকুল ইসলাম। এছাড়াও বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে ইউনিয়ন আমীর সেক্রেটারীসহ শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিল শুরুর পূর্বে সাতকানিয়া উপজেলা গেইটে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে সাতকানিয়া আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নিহত নেজাম উদ্দিন ও আবু ছালেকের খুনীদের গ্রেফতারের জোর দাবী জানান।