বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই হবে না সাথে সাথে তাদের সকল গণহত্যার জন্য বিচার করতে হবে। ইতিহাসে এরকম গণহত্যা কোন রাজনৈতিক দল কখনও করেনি। এই নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কখনও বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি আরো বলেন, যারাই বাংলাদেশকে ভারতের তাবেদারি রাজ্যে পরিণত করতে চাইবে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করবে। এখনও যারা দেশকে নিয়ে বিভিন্ন ষঢ়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান। দেশের আপামর শ্রমিক সমাজ সবাই এখন সচেতন। তাদেরকে আর বোকা বানানো যাবে না। এই শ্রমিক সমাজই জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ। খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সকালে নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে অবস্থিত নিজস্ব কার্যালয়ে বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় দারসুল কুরআন পেশ করেন খালিশপুর বাবুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাফর সাদিক আনসরী। বিষয় ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরীর উপদেষ্টা ড. আবু রুবাবা ও অধ্যাপক ইকবাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী সহ-সভাপতি এস.এম মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, শ্রমিক নেতা মাহবুবুর রহমান জুনায়েদ, কামরুল ইসলাম, কামাল হোসেন, মারুফ হোসেন, আব্দুর রশিদ, কামরুল ইসলাম, মু মাসুদ, রফিকুল ইসলাম প্রমুখ।