নির্বাচন নিয়ে দেশে যে সংকট বা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে তার শিগগির সমাধান হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। গত সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরার পর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দেরের টার্মিনালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এবারের বৈশাখ নতুন বাংলাদেশ সৃষ্টি করবে প্রত্যাশা ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা আশা করছি যে, বাংলা নববর্ষ ১৪৩২ গোটা জাতির জন্যে একটা নতুন দিগন্ত নিয়ে আসবে... প্রতিটি মানুষের মন উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে... এটাই আমরা প্রত্যাশা করি। বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা বলেন, আমরা তো সবসময় বলে আসছি যে, আমরা আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিসন্দেহে এটা সম্ভব হবে এবং আমরা সফল হবো। নির্বাচন নিয়ে যে সংকট বা ধুঁয়াশা সৃষ্টি হচ্ছে তা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এই সমস্যারও সমাধান হবে।

এদিকে সোমবার বিকালে রমনা পার্কের শতায়ু প্রাঙ্গনে(রানী মঞ্চ) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, মঙ্গলশোভাযাত্রা, মঙ্গলঘট, মঙ্গল সেইসব সংস্কৃতি একটি নির্দিষ্ট জনগোষ্ঠি, ধর্মীয় গোষ্ঠির সংস্কৃতি হতে পারে। আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব। এই ভূখন্ডের, এই বাংলাদেশের হাজার বছরের লালিত যে সংস্কৃতি, পালিত যে সংস্কৃতি সেই সংস্কৃতি বৃহত্তর জনগোষ্ঠির সংস্কৃতি। যে স্বতন্ত্র সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের যে সংস্কৃতি তাকে বিকৃতি ও বিস্মৃত করতেই মঙ্গলশোভাযাত্রার প্রচলন করেছিলো ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগ।

সালাহ উদ্দিন বলেন, বাংলাদেশে সকল জনগোষ্ঠির সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র-জনতা-শ্রমিক-সংস্কৃতিজীবী সকল জনগোষ্ঠি অংশ গ্রহনের মধ্য দিয়ে বাংলাদেশে পৃথিবীর কাছে স্মরণীয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্ত হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লীতে, আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লীতে।