সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও ন্যায়পরায়ণ শাসকদের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন। তিনি বলেন, আগামী দিনে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সৎ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্ব নিশ্চিত করতে মুসলমানদের উদ্যোগী হতে হবে। রোজার শিক্ষা এটাই। গত মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন আরও বলেন, ঐতিহাসিক বদর দিবস কোরআন বিজয়ের দিবস। এই দিনে মুসলমানরা অল্প অস্ত্র নিয়েও ঈমানের শক্তিতে বলীয়ান হয়ে এক হাজার কাফেরকে পরাজিত করেছিল। আমরা যদি বদরের সৈনিক হতে পারি, তাহলে সংখ্যায় কম হলেও বিজয় আমাদের সুনিশ্চিত। রোজার শিক্ষা হলো বদর ও ওহুদের মতো যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করা।
তিনি বলেন, আমরা আল্লাহর কাছে ছাড়া আর কারও কাছে মাথা নত করব না। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আমাদের এই শিক্ষাই দিয়েছেন। একের পর এক নেতাকে ফাঁসি দেওয়া হলেও তারা কারও কাছে মাথা নত করেননি। আমরা তাকওয়া অর্জন করে শুধু আল্লাহর ভয়ে কাজ করব, কোনো মানুষকে ভয় করে নয়।
দেলাওয়ার হোসেন বলেন, আমরা মানুষের অধিকার আদায়ের স্বপ্ন নিয়ে কাজ করছি। অতীতে সৎ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, ভবিষ্যতেও কুরআনের আলোকে একটি সুন্দর সমাজ গড়তে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করব। ইফতার মাহফিলে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. কফিল উদ্দিন আহমেদসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।