DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

লালমনিরহাটে জেলা জামায়াতের রুকন শিক্ষা বৈঠক

লালমনিরহাটে জেলা জামায়াতের রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

লালমনিরহাটে জেলা জামায়াতের রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জামায়াতের জেলা আমীর এ্যাড আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারি এ্যাড. ফিরোজ হায়দার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জামায়াতের জেলা আমীর আবদুল মতিন।

প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন বলেন, অঘোষিত ভাবে আমাদের দেখামাত্র গুলীর নির্দেশ ছিল। এমন কোনো জুলুম-নির্যাতন নেই যা আমাদের ওপর চালানো হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে স্বৈরাচার সরকার পালিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের এ বিজয় টেকসই ও অর্থবহ করতে দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রুকনদের কার্যকর ভূমিকা রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভ্রাতৃত্ব বজায় রেখে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী-বাকশালীরা মানুষের মর্যাদা দেয়নি, বরং আমাদের ক্ষেত্রে সব সময় শূন্য সহনশীলতা দেখিয়েছে। প্রথম সারির সকল নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি। বরং শত শাহাদাত ও জুলুম-নির্যাতনের পথ ধরেই জামায়াত কাক্সিক্ষত গন্তব্যে সফলভাবেই অগ্রসর হচ্ছে। আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। এসময় জেলা সহকারী সেক্রেটারি মাওলানা শাহআলম, সাংস্কৃতিক সম্পাদক আলাউল ইসলাম ফাতেমী উপস্থিত ছিলেন।