মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধবদী থানার বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দুধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা। গত বুধবার ও বৃহস্পতিবার সন্ধায় তিনি মাধবদীর প্রায় ১০টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটি, স্থানীয় নেতা-কর্মী ও উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

হিন্দুধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে মো. ইব্রাহিম ভূঞা উপস্থিত সকলের উদ্দেশে আবেগভরা কণ্ঠে বলেন, “আপনারা কখনোই নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। এই দেশ কারো একার নয়, এ দেশ আমাদের সবার সম্মিলিত দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সবাই মিলে আমরা একটি পরিবার। আপনারা এই মাটিরই সন্তান, তাই আপনাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরো বলেন, “আপনাদের যেকোনো দুঃসময়ে, যেকোনো বিপদ-আপদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে থাকবে, আপনাদের প্রথম ভরসাস্থল হবে। এ দেশকে সবার জন্য শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের ঠিকানা করে তুলতে একসঙ্গে কাজ করাই আমাদের লক্ষ্য।”