বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, এবারে বাংলাদেশের মানুষ ভয়-ভীতি ও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে স্বাচ্ছন্দ্যে সিয়াম পালন করেছে। এবারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিলো। ঈদ যাতায়াতে ভোগান্তি ছাড়াই মানুষ নিজ পরিবারের সদস্যদের সাথে ঈদ করতে পেরেছেন। সিয়ামের শিক্ষায় উজ্জীবিত হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণে সকলকে ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি আরও বলেন, তাকওয়ার গুণ অর্জিত হলেই মানুষ সৎ হিসেবে বিবেচিত হবে। সুদ, ঘুষ, ধর্ষণ ও মাদকের ছোবল থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে হলে সৎ মানুষের শাসন কায়েম করতে হবে এবং কুরআনের শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। কারণ কুরআনের শিক্ষা ছাড়া সৎ মানুষ তৈরি হতে পারে না। কুরআনের শিক্ষায় আলোকিত সাহাবায়ে কিরামই রসূলুল্লাহ (সা) এর যুগে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে শিশু ও তরুণদেরকে কুরআনের শিক্ষা গ্রহণ ও প্রদানে অভিভাবকদেরকে দায়িত্ব পালন করতে হবে।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বুকভরা আশা নিয়ে চব্বিশের গণঅভ্যুত্থান সফল করেছে ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। আগামী দিনে প্রয়োজনীয় সংস্কার শেষ করে বৈষম্যমুক্ত, ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ চায় জনগণ। ছাত্র-জনতার খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্রুত বিচার জনগণের দাবি। সংস্কার, বিচার ও নির্বাচনকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার, সন্ধ্যা ৭টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শহর আমীর মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, এডভোকেট মাইনুল আলম, এডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, দিনাজপুর সদর উপজেলা আমীর অধ্যাপক মেহরাব আলী, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট তোজাম্মেল হক বকুল ও প্রফেসর ডক্টর শোয়াইবুর রহমান প্রমুখ।