বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলার মধুপুর উপজেলার যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলার যুব বিভাগের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও যুব বিভাগের সেক্রেটারি মোল্লা মামুন আজাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ।

প্রধান অতিথি বলেন, যুবকদেরকে আগামীর বাংলাদেশ বিনির্মানে নেতৃত্ব দিতে হবে। যুবকদের মাধ্যমেই দেশ বিশ্বের মানচিত্রে মাথা উচু করে দাড়াবে ইনশাআল্লাহ।

ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই প্রভু হিসেবে নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশে কোন যুবক বেকার থাকবে না, সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, জাকাত দেওয়ার জন্য কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ, জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জেলা পেশাজীবী সম্পাদক অধ্যক্ষ মোন্তাজ আলী, বায়তুলমাল সেক্রেটারি আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, জেলা যুব সম্পাদক মাওলানা বোরহানুল ইসলাম, সাবেক জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, ঘাটাইল উপজেলা আমীর মো. রাসেল মিয়া, ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, টাংগাইল শহর জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, মধুপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. রিজোয়ানুল্লাহ খান, মধুপুর উপজেলা যুব বিভাগ সভাপতি মো. সাইফুল্লাহ বিন মানসুর প্রমুখ।