সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনী মাঠে নেমেছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম ফখরুদ্দীন রাজী। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সম্প্রতি শ্রীনগর উপজেলার সিংপাড়া বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। দিনভর চলা এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, তরুণ-যুবক, প্রবীণ ভোটার ও নানা শ্রেণি-পেশার মানুষ প্রার্থীকে স্বাগত জানান। প্রার্থী ফখরুদ্দীন রাজী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য খিদির আব্দুস সালাম, মো. মুজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া, শ্রীনগর উপজেলা সেক্রেটারি মীর মো. নূরুজ্জামানসহ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। কর্মসূচিতে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার রক্ষায় কাজ করেছে এবং ভবিষ্যতেও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তারা মুন্সীগঞ্জ-১ আসনের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতির পরিকল্পনা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে অধ্যক্ষ ফখরুদ্দীন রাজীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রার্থী ফখরুদ্দীন রাজী তার বক্তব্যে বলেন, এই আসনের উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি সবসময় কাজ করে যাব। এলাকার মানুষের পাশে থেকে সেবা করাই আমার লক্ষ্যস্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ গণসংযোগ কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, নির্বাচনী মাঠে জামায়াতের প্রার্থীর এই সক্রিয় উপস্থিতি আসন্ন প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমজমাট করে তুলবে।
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: সংসদ নির্বাচনের লক্ষে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহিম ভূইয়া গণসংযোগ করেছেন। সম্প্রতি বিকালে মাধবদী পৌরসভার ১১নং ওয়ার্ডে এই গণসংযোগ করেন তিনি।
গণসংযোগে মাধবদী পৌরসভার ১১ নং ওয়ার্ডের সাধারণ জনগনের সাথে যোগাযোগ করেন এবং তাদের দুর্ভোগের কথা শুনেন। এসময় গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী সদর আসনের দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহিম ভুইয়া, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, আঃ মোমেন সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ ও কর্মী সহযোগীরা। গণসংযোগের এসময় সাধারণ মানুষ দাঁড়িপাল্লার পক্ষে থাকার প্রতিশ্রুতি দেন। তারা বলেন এবার আমরা জামায়াতকেই ভোট দিবো।
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : দোহার পৌরসভার বানাঘাটা গ্রামে জনসংযোগ করছেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা -১ প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।
দেওয়ানগঞ্জ
জামালপুর সংবাদদাতা : দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাংগা ইউনিয়নে সম্প্রতি গনসংযোগ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জামালপুর -০১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী। এ সময় তিনি আমখাওয়া বাজার, মাঝিপাড়া, গয়েরডোবাসহ বিভিন্ন স্থানে পথসভা এবং ওঠানবৈঠকে বক্তব্য রাখার সময় একটি বারের জন্যে হলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশে ইসলামী আইন প্রতিষ্ঠায় সহায়তা হিসেবে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন আপনারা আমাদেরকে ভোট দিন আমরা আপনাদেরকে ঘুষ দুর্নীতি মুক্ত প্রশাসন ও ন্যয়ভিত্তিক শাসন উপহার দেবো ইনশাআল্লাহ। তিনি দেশে ফ্যাসিবাদী শাসন ঠেকাতে এবং নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধে জাতীয় নির্বাচনে পি আর পদ্ধতি চালু সহ সম্প্রতি জামায়াত ঘোষিত ৫ দফা দাবি পুরনের জন্যে সরকারের প্রতি আহবান জানান ও জনগণের সহযোগিতা কামনা করেন।
টঙ্গীবাড়ী
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: সম্প্রতি মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী ও বড়লিয়া চৌরাস্তায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে তিনি এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন এবং শোষণমুক্ত, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে পাশে থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি এবং মুন্সীগঞ্জ-২ আসনের নির্বাচন সমন্বয়কারী মাওলানা এম এ বারী, টঙ্গীবাড়ী উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকবৃন্দ।
বাঞ্ছারামপুর
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেছেন, “জনগণ যদি আমাকে সুযোগ দেন, যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। উপজেলার বিভিন্ন বাজারের সংস্কার ও মান উন্নয়ন করা হবে। আপনাদের কষ্টার্জিত টাকা ও আমানত রক্ষা করা হবে, ইনশাআল্লাহ। একটি টাকাও বিদেশে পাচার করা হবে না, এদেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যবহার করা হবে।”
সম্প্রতি উপজেলার ১১নং ছলিমাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি ছলিমাবাদ বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।
অধ্যাপক নকিবুল হুদা আরও বলেন, “বাঞ্ছারামপুর উপজেলাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব, দুর্নীতি-চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় রূপান্তর করা হবে। নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করব। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আবুল বাশার, উপজেলা সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম, বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সভাপতি সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান।
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : “তারুণ্যের প্রথম ভোট’ দাড়িপাল্লার পক্ষে হোক “এই শ্লোগান নিয়ে এবং অন্যায়, অবিচার, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে লাঙ্গলবাঁধ বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিকালে লাঙ্গলবাঁধ বাজারের ঈদগাহ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য,যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠন করবে বলে আমরা আশাবাদী। আমরা সবাই জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার জন্য ভোটারদেরকে উদ্বুদ্ধ করবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা ফখরুদ্দিন বিশ্বাস মিজান,উপজেলা নায়েবে আমীর কাজি আব্দুল আওয়াল সবুর, উপজেলা সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মোল্লা,সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, শ্রীপুর উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মুফাজ্জেল হোসেনসহ অন্যরা।
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার জারইতলা এবং সদর ইউনিয়নে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন,ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড ও প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারীর মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন।
তিনি সম্প্রতি নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবং সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে সমাবেশে একথা বলেন।তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সাক্ষাৎ করে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের প্রতীক, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে মানবিক বাংলাদেশ গড়ার আহবান জানান। এসময় তার সাথে ছিলেন নিকলী উপজেলা আমীর আবুল হোসেন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নাসিরুদ্দিন রুবেল,কামরুল ইসলাম, মতিউর রহমান, হুমায়ুন কবীর, মোশাররফ হোসেন প্রমুখ।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা শাখার ফুলবাড়ী ইউনিয়নে উদ্যোগে সিরাত সম্মেলন উপলক্ষে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ফুলবাড়ী ইউনিয়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবিরমামুদ খানকা শরীফ ঈদগাহ মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান এর
সভাপতিত্বে ও ইউনিয়ন যুববিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম রানা পরিচালনায় উক্ত সিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি ও২৬ কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা বার এসোসিয়েশন সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা আমীর মাওলানা আব্দুল মালেক, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, মাস্টার বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাওলানা সেকেন্দার আলী প্রমুখ।