কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ: সত্য সমাগত মিথ্যা বিতাড়িত, সত্যের জয় অবশ্যম্ভাবী। আল কোরআনের এই নির্দেশকে সামনে নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকালে স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে যুব বিভাগের আয়োজনে উক্ত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও শাহাবুদ্দিন আহমেদ সাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন, কোট চাঁদপুর উপজেলা জামায়াতের যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিভাগের সম্পাদক শরিফুল রহমান, যুব বিভাগের নেতারা।
প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ইসলাম বিজয়ের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন যুবকরা। মহান আল্লাহ কাছে যুবকদের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। বাংলাদেশের বয়স ৫৪ বছর কিন্তু এখনো পর্যন্ত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই। মুসলিম অধ্যুষিত হলেও কুরানের শাসন জারি নাই। আগামীতে কুরানের শাসন প্রতিষ্ঠার জন্য যুবকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।