বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির-২০২৫ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার মীরবাগ ডিগ্রী কলেজ হলরুমে শিক্ষাশিবিরটি অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আঃ সালাম সরকারের সভাপতিত্বে উক্ত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী।
উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট ফজলুর রহমান ফারুকের সঞ্চালনায় বিষয়ভিত্তিক আলোচনা রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ, জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি অধ্যাপক মোতালেব হোসেন। অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন পীরগাছা উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।
দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রগ্রামে আরও উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: আব্দুস সালাম মিয়া, মাওলানা শেখ নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা তরিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।