বাংলাদেশ হাইকোর্টের আপিল বিভাগের রায়ে দলীয় নিবন্ধন ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এক শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে রবিবার (১ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর আবুল হাসেম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওঃ শাখাওয়াত হোসেন, অফিস সেক্রেটারি আবু সিনা মামুন, প্রকাশনা সেক্রেটারি মাওঃ এখলাছ উদ্দিন, পূবাইল থানা জামায়াতের আমীর আশরাফ আলী কাজল, কোনাবাড়ি থানা আমীর ডাঃ কবির হোসেন, বাসন থানা আমীর মাওঃ আকরামুল ইসলাম, সদর থানা জামায়াতের নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান ও সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের নায়েবে আমীর জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহবুব আলম জামীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা শেষে দেশের কল্যাণ ও দলীয় সফলতার জন্য মোনাজাত পরিচালনা করা হয়।