৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গাইবান্ধার বিএনপিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে জেলা বিএনপিতে দুধের মাছিরা ভিড় করছে। তারা নিজেদের প্রভাব বলয় তৈরি করতে এবং দলকে গুছিয়ে তোলার নামে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ফলে ফ্যাসিস্ট সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বর্তমানে কোণঠাসা অবস্থানে রয়েছে। সম্প্রতি গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন এবং নানাভাবে নির্যাতিত হয়েছেন, তাদের অনেককেই পাশ কাটিয়ে বোয়ালি ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে ওয়ার্ড কমিটিগুলোতে আওয়ামী দোসরদের জায়গা করে দেয়ার পাঁয়তারা চলছে অভিযোগ তুলে ৩ আগস্টের ইউনিয়ন সম্মেলন স্থগিতের দাবি জানান নেতৃবৃন্দ।