গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার ৪৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজন করা হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি।
বৃহস্পতিবার (১ মে) ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
টঙ্গীর দত্তপাড়া এলাকায় অবস্থিত ধূমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সকাল থেকেই শুরু হয় এই জনকল্যাণমূলক কর্মসূচি। সারাদিনব্যাপী ক্যাম্পে সাধারণ মানুষের জন্য ছিল বিনামূল্যে প্রেসক্রিপশন প্রদান, ব্লাড প্রেসার ও গ্লুকোজ পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদানের সুযোগ। চিকিৎসাসেবায় অংশ নেন বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগণ। মেডিসিন, শিশু, গাইনী, ডায়াবেটিস, নাক-কান-গলা, দাঁতের চিকিৎসা ও হোমিওপ্যাথি বিভাগের মাধ্যমে রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ।
বিশেষ অতিথি ছিলেন থানা সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম এবং ৪৮ নম্বর ওয়ার্ড আমীর ফখরুল আলম। ক্যাম্প পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন ওয়ার্ড সহকারী সেক্রেটারি হেলাল উদ্দিন। এছাড়াও ওয়ার্ড কর্মপরিষদের সদস্য, জামায়াতের যুব শাখা ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেবাদানে যুক্ত ছিলেন।
সার্বিক সহযোগিতা করেন ধূমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মোল্লা, যার আন্তরিক সহযোগিতা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় এক নারী জানান, “বর্তমানে চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমন একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের জন্য বড় সহায়তা। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে সেবা নিয়েছি—এটা অনেক বড় স্বস্তি।”
উল্লেখ্য, কর্মসূচিটি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক দায়বদ্ধতার একটি সুন্দর উদাহরণ হিসেবে প্রশংসিত হয়।