DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

কুড়িগ্রাম জেলা জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে আয়োজিত পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা শিক্ষাবিদ মাওলানা মোঃ নিজাম উদ্দিনের

জেলা সংবাদদাতা
Printed Edition
Untitled-4

কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে আয়োজিত পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা শিক্ষাবিদ মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজালাল সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। আরও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা আমীর মোঃ শামছুল হুদা মিঠু, শহর জামায়াতের আমীর মোঃ আব্দুস সবুর খান এবং আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার উপাধক্ষ মাওলানা আলীনূর, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হযরত আলী প্রমুখ।

প্রধান অতিথির বলেন, বিগত স্বৈরশাসক দেশের আলেমসমাজের অপূরনীয় ক্ষতি করেছে এবং জামায়াতের কোনো প্রকার দুর্নীতি অনিয়ম স্বজনপ্রীতি নেই তবুও জামায়াতের ২জন সফল মন্ত্রীসহ মেধাবী নেতাদেরকে হত্যা করেছে মিথ্যা অপবাদ দিয়ে। তিনি আরও বলেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে আপনারা সকলে এগিয়ে আসুন।