মুন্সিগঞ্জ-২ আসনকে একটি আধুনিক মডেল আসন হিসেবে গড়ে তুলতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম ১৭ই অক্টোবর শুক্রবার মুন্সিগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুন্সিগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে আধুনিক পরিবর্তন আনতে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার, স্বচ্ছ প্রশাসন ও উন্নত জীবনমান নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাই মুন্সিগঞ্জ-২ আসনকে একটি আধুনিক মডেল আসন হিসেবে গড়ে তুলতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের সেক্রেটারি মোঃ নসরুল্লাহ, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহজাহান, সেক্রেটারি মুতাসিম বিল্লাহ, ১নং ওয়ার্ডের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদী, মুন্সিগঞ্জের কৃতিসন্তান প্রফেসর ড. এমএ দেওয়ান সাজ্জাদসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।