রাজনীতি
খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
দ্বীন বিজয়ের লক্ষ্যে সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করতে হবে ---------------------অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে জামায়াত বদ্ধপরিকর। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সকল শ্রেণি ও পেশার মানুষকে
Printed Edition
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে জামায়াত বদ্ধপরিকর। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, তাক্বওয়া বা আল্লাহভীতি অর্জন করার জন্য আল্লাহ আমাদের ওপর সিয়ামকে অত্যাবশ্যকীয় বা ফরজ করে দিয়েছেন; তাই এ মুবারক মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে। যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয় বরং এমনভাবে যাকাত দেয়া উচিত, যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় সরকারি যাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই, তাই মানুষ সরকারকে যাকাত দিতে চায় না। বিগত ১৫ বছরে তার উপর জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা চেয়েছিলো তিলে তিলে দাড়ি টুপিওয়ালা মানুষ ও আলেম-উলামাদের শেষ করতে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তা হতে দেননি। অতীতের চাঁদাবাজি, টেন্ডারবাজি জুলুম নির্যাতন দখলদারিত্ব সাধারণ মানুষ যেমন মেনে নেয়নি আগামী নির্বাচনেও জনগণ এরকম কাউকে ক্ষমতায় দেখতে চায়না। মঙ্গলবার(১১ মার্চ) খুলনার খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের মাঠে খানজাহান আলী থানা জামায়াতে ইসলামী আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা অফিস সেক্রেটারি মো. আশরাফুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি মোস্তফা আল মুজাহিদ। থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আব্দুল ওয়াদুদ, জেলা ছাত্রশিবির সভাপতি আবু ইউসুফ ফকির, সেক্রেটারি মো. ইলিয়াস হোসেন, হ্যামকো গ্রুপের পরিচালক মো. কবির হোসেন তালুকদার, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, খানজাহান আলী থানা জামায়াতের অফিস সেক্রেটারি আল ইমরান, ইউপি সদস্য হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, ইঞ্জি. সাব্বির হোসেন , মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আবুল বাশার জিহাদী, হাফেজ আব্দুস সাত্তার, শেখ জাকারিয়া হোসেন, মাওলানা এমদাদুল্লাহ মাশরুর, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন, সাংবাদিক সাইফুল্লাহ তারেক প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের অভাবে বাংলাদেশ বারবার পথ হারাচ্ছে। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব। যার দৃষ্টান্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। যেই দলের আমীর ও সেক্রেটারি তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেও দুই পয়সা দুর্নীতি করেনি। যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজের অভিযোগ নেই। সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। জনগণ যদি জামায়াতে ইসলামীকে একবার সেবা করার সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দিবে ইনশাআল্লাহ।