সিরাজগঞ্জ সংবাদদাতা: গত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ এ ৬৩, সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম বেলা ২টায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের অফিসে নির্বাচনের প্রধান এজেন্ট ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ শহীদুল ইসলাম, পৌরসভা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সাইদুল ইসলাম, সদর উপজেলা আমীর এ্যাডভোকেট নাজিম উদ্দীন ও শহর শিবির সভাপতি শামীম রেজাকে সাথে নিয়ে তিনি এ মনোনয়নপত্র জমা প্রদান করে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাতে তিনি তার জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন।
চান্দিনা (কুমিল্লা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী, জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছন। গত সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দুপুর থেকে বিকাল পর্যন্ত ৫ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক এর কার্যালয়ে এবং ১ জন প্রার্থী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এর কার্যালয়ে তাদের মনোনয়ন দাাখিল করেন।
শার্শা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ।
গত সোমবার সকাল ১১টা ১০ মিনিটে যশোর ১ শার্শা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে ওয়াহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি বলেন, আমরা আল্লাহ অশেষ কৃপায় আজ মনোনয়নপত্র জমা দিলাম। আমরা আশাকরি এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। এ সময় তিনি সকলের সহোযোগিতা কামনা করেন।
চরফ্যাশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ভোলা জেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
গত সোমবার দুপুর দেড়টায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেনের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোঃ শরীফ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, উপজেলা এনসিপি’র আহ্বায়ক অহিদ ফয়সাল প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গাজীপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার দুপুর ২টায় তিনি গাজীপুরে সহকারী রিটার্নিং অফিসার সজীব আহমেদের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এ সময় কার্যালয় প্রাঙ্গণে একটি শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র দাখিলের সময় ড. জাহাঙ্গীর আলমের সঙ্গে এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিশ বাংলাদেশের নেতাকর্মীদের পাশাপাশি গাজীপুর-৩ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মনোনয়ন দাখিল প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে প্রার্থীর প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
পতœীতলা (নওগাঁ)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৭ নওগাঁ-২ (পতœীতলা-ধামুইরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক তাঁর মনোনয়ন ফরম দাখিল করেছেন।
গত সোমবার বেলা ১১টায় তিনি নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম-এর কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা সহকারী সেক্রেটারি মোঃ নাজমুল হোসেন, নওগাঁ-২ আসন পরিচালক মাওলানা মারুফ হোসেন ও পতœীতলা উপজেলা আমীর মাওলানা আব্দুল মুকিম জামায়াতে উপজেলা পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ময়মনসিংহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে মনোনয়ন ফরম দাখিল করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।
গত সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের দলীয় নেতাকর্মীদের নিয়ে এ মনোনয়ন ফরম দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, কর্মপরিষদ সদস্য হায়দার করিম, মুক্তিযোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন সাংগঠনিক থানা শাখার নেতৃবৃন্দ।
রাজবাড়ী
রাজবাড়ী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং জেলা জামায়াতের আমীর এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার এর নিকট মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি সাবেক ছাত্র নেতা মোঃ আলীমুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সাইয়েদ আহাম্মদ খান, রাজবাড়ী পৌরসভার আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সভাপতি এ্যাডঃ মোঃ রঞ্জু বিশ্বাস।
রংপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-৩ সদর নির্বাচনী এলাকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর বেলাল গত ২৯শে ডিসেম্বর সোমবার জেলা প্রশাসক এবং জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ এনামুল এহসানের নিকট তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসময় জামায়াতে ইসলামর রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারি আল আমীন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ঝালকাঠি
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার ২টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ১৯ জন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার দাখিল করেছেন।
ঝালকাঠির সংসদীয় আসন-১ রাজাপুর-কাঠালিয়া (১২৫) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক, জনতা দলের পক্ষে মোঃ জসিম উদ্দিন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ইব্রাহিম আল হাদী, জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামান খান, জেপি এর রুবেল হাওলাদার, লেবার পার্টির মোঃ মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র মোঃ ছাব্বির হোসেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সোহরাব হোসেন।
ঝালকাঠি সদর ও নলছিটি নিয়ে সংসদীয় আসন ঝালকাঠি-২ (১২৬) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ইসরাত জাহান ইলেন ভুট্টো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম নেয়ামুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সিরাজী, জাসদের মাসুদ পারভেজ, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম.এ. কুদ্দুস খান, গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ মাহামুদুল আলম সাগর, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শেখ মোঃ আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সদর সৈয়দ রাজ্জাক আলী, এ.বি পার্টির শেখ জামাল উদ্দিন ও স্বতন্ত্র মাওলানা মোঃ নুর উদ্দিন সরদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। গত সোমবার জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুলের শক্ত প্রতিদ্বন্দী জামায়াতের দেলাওয়ার হোসেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. খাদেমুল ইসলাম।
ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈলের একাংশ): এ আসনে লড়াই হবে বহুমুখী। এখানে মনোনয়নপত্র জমা করেছেন, জামায়াতে ইসলামীর মাওলানা মোঃ আব্দুল হাকিম, বিএনপির ডা: মো. আব্দুস সালাম, জাতীয় পার্টি- নুরুন নাহার বেগম, গণঅধিকার পরিষদের মোঃ ফারুক হোসেন, এবি পার্টির মোঃ নাহিদ-রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম, স্বতন্ত্র (বিএনপির বঞ্চিত)- মোঃ জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা। কমিউনিস্ট পার্টির সাহাব উদ্দিন।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল): প্রার্থীর ছড়াছড়ি-পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার আংশিক নিয়ে গঠিত এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১০ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, বিএনপির মো. জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর মোঃ মিজানুর রহমান মাস্টার, জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ, সিপিবি-প্রভাত সমীর শাহজাহান আলম, গণঅধিকার পরিষদের মোঃ মামুনুর রশিদ মামুন, ইসলামী আন্দোলনের মোঃ আল আমিন, বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান সরকার, বিএমজেপির কমলা কান্ত রায়, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ আবুল কালাম আজাদ, স্বতন্ত্র-মোছাঃ আশা মনি। স্থানীয় ভোটারদের মতে, ঠাকুরগাঁওয়ের এই আসনগুলোতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে।
দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপিসহ ৫ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে মনোয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনিত প্রার্থী মোহা. বদিরুজ্জামান, গণঅধিকার পরিষদ মনোনিত প্রার্থী মো. শাহাবুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি) মনোনিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্মআহ্বায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা।
দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিভিন্ন দলের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসন থেকে তার দপ্তর থেকে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বাকী প্রার্থীর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।