যশোরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান। রবিবার (৯ নভেম্বর) দুপুরে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডলের আদালতে তিনি এই মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল্লাহ।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন সময় অপমানজনক ও মানহানিকর বক্তব্য প্রদান করে আসছেন। সর্বশেষ গত ৮ নভেম্বর দুপুরে যশোর রেড ক্রিসেন্ট অফিসের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত একটি সভার আগে, উপস্থিত সবার সামনে রাশিদা রহমানকে উদ্দেশ্য করে খোকন অশালীন ভাষায় মন্তব্য করেন।

এছাড়া বাদীর ছেলেকে নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেন এবং নানা প্রকার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা পরিস্থিতি সামাল দিয়ে উত্তেজনা নিরসনের চেষ্টা করেন। এ ঘটনায় মানহানি এবং মানসিকভাবে অপমানিত বোধ করায় তিনি আদালতের আশ্রয় নেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল্লাহ বলেন, এই ঘটনায় আমার মক্কেল রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ন্যায়বিচারের প্রত্যাশায় মামলা করেছি।

অভিযোগের বিষয় জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, রাশিদা রহমান আমার বোনের মতো। মামলা করার অধিকার সবার আছে। তিনি আইনগত পথে গেছেন, আমিও আইনের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি চাই।

রাজনৈতিক মহলে এ ঘটনাটি আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, অভ্যন্তরীণ মতপার্থক্য থেকেই এই দ্বন্দ্বের সূত্রপাত। অন্যদিকে, মহিলাদলের পক্ষ থেকে বলা হয়েছে, নারীদের সম্মানহানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এদিকে আদালতের নির্দেশ অনুযায়ি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

যশোর বিএনপির রাজনীতিতে সাম্প্রতিক এই মানহানির মামলা নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যা দলের অভ্যন্তরীণ সম্পর্কের ভারসাম্যকেও নতুন করে প্রশ্নবিদ্ধ করছে।