নরসিংদী শহরে অবস্থানরত মনোহরদী- বেলাববাসীর প্রীতি-সমাবেশ গতকাল শনিবার নরসিংদী প্রেস ক্লাব অডিটরিয়ামে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। মনোহরদী-বেলাব উন্নয়ন ফোরাম আয়োজিত এ প্রীতি-সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম। বক্তব্য রাখেন জামেয়া কাসেমিয়ার সাবেক শিক্ষক ইয়াহিয়া ইদ্রিস, নরসিংদী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রুহুল আমীন, নরসিংদী জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট রাকিবুল হাসান, জয়নগর ডিগ্রি কলেজের শিক্ষক রুহুল আমীন, সাবেক রেলওয়ে স্টাফ আশরাফ উদ্দিন সাদেক।
প্রধান অতিথি বলেন- ইসলামী দলকে মানুষ এখন নিরাপদ মনে করে। এর প্রমাণ দুই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত নির্বাচন। আগামী সংসদ নির্বাচনে তা-ই হবে ইনশাল্লাহ। দুই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা দুঃশাসন ও স্বৈরশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। সামনে সারা দেশের মানুষও এভাবে জেগে উঠবে। এ পর্যন্ত যারাই মনোহরদী-বেলাবর এমপি নির্বাচিত হয়েছেন তারা কেউ-ই মনোহরদী-বেলাবর তেমন কোনো উন্নয়ন করতে পারেননি। নির্বাচিত হতে পারলে আমরাই মনোহরদী-বেলাব এলাকার ব্যাপক উন্নয়ন করবো ইনশাল্লাহ।