বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা ১৩ আসনের মনোনীত প্রার্থী মোঃ মোবারক হোসাইন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, একটি সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল, যা ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শকে সামনে রেখে পরিচালিত হয়। দলটির মূল লক্ষ্য হলো আল্লাহভীতি, সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা।

আজ শুক্রবার (১৫ আগস্ট) ঢাকা মহানগরীর উত্তর - শেরে বাংলা নগর থানা উত্তর এর আয়োজনে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন - কুরআন ও সুন্নাহর আলোকে জনগণের অধিকার রক্ষা, দুর্নীতি দমন, এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এ দলের অঙ্গীকার। জনাব মোঃ মোবারক হোসাইন আরো বলেন- জামায়াত বিশ্বাস করে, নেতৃত্ব হলো আমানত, যা শুধুমাত্র যোগ্য, সৎ ও নৈতিক চরিত্রসম্পন্ন ব্যক্তির হাতে ন্যস্ত হওয়া উচিত। তারা অর্থনৈতিক স্বচ্ছতা, সামাজিক ন্যায়বিচার ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে—যাতে বাংলাদেশ একটি সমৃদ্ধ, কল্যাণমুখী ও ইসলামী মূল্যবোধনির্ভর রাষ্ট্রে পরিণত হয়।

মোঃ মোবারক হোসাইন আরও বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠা একটি মহান ও আল্লাহপ্রদত্ত দায়িত্ব, যা কুরআন ও সুন্নাহ আমাদের ওপর অর্পণ করেছে। এই দায়িত্ব পালনে রুকন কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেন। তারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ ত্যাগ ও সাহসিকতা প্রদর্শন করে ময়দানে অবিচল থাকেন। ইসলামে ত্যাগ মানে শুধু আর্থিক সহায়তা নয়; বরং সময়, জ্ঞান, শ্রম ও প্রয়োজনে জীবন উৎসর্গ করাও এর অন্তর্ভুক্ত। নবী করিম ﷺ ও সাহাবায়ে কেরাম তাঁদের সবকিছু আল্লাহর পথে উৎসর্গ করে আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকের রুকন কর্মীদেরও সেই আদর্শে উজ্জীবিত হয়ে অন্যায়, শির্ক, ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে অগ্রসর হতে হবে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্বল ও অসহায়দের অধিকার রক্ষা, এবং আল্লাহর বিধানভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিটি পদক্ষেপ হতে হবে সুসংগঠিত ও দৃঢ়। ত্যাগ, ইখলাস ও অধ্যবসায়ই ইসলামী সমাজ প্রতিষ্ঠার মূল চাবিকাঠি।

মহানগরীর মজলিসে শুরার সদস্য ও শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর মু. আব্দুল্লাহ আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলামের সম্পাদনায় সদস্য (রুকন ) সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন সহকারী সদস্য ডাঃ শফিউর রহমান সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।