নাটোর সংবাদদাতা : নাটোরে সদর উপজেলা ৫নং বড় হরিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনি গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুত্রুবার ১০ অক্টোবর বিকালে বড় হরিশপুর ইউনিয়ন জামায়াত এ পথ সভার আয়োজন করেন। উক্ত গণসংযোগ ও পথসভায় ৫নং বড় হরিশপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ. নওশাদ আলী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরার অন্যতম সদস্য নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর গণ মানুষের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী মননীত (নাটোর-২ সদর ও নলডাঙ্গা) আসেনর এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড় হরিশপুর ইউনিয়নের সভাপতি মোঃ নওশাদ আলী, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুব জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা রকিবুল ইসলাম, প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। বক্তারা আরো বলেন, আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়ি-পাল্লা মার্কায় ভোট দিতে আহবান জানান ।
এসময় জামায়াতের গণসংযোগ পক্ষের প্রচারণায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডের বোর্ড স্কুল মাঠে জামায়াতে ইসলামী ছেংগারচর পৌর শাখার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর আমীর সাইদুর রহমান মোল্লা।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তরদক্ষিণ (চাঁদপুর-২) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আব্দুল মোবিন।
তিনি বলেন, “একদল যুবকদের হাতে তুলে দিচ্ছে মাদক ও নেশাজাতীয় দ্রব্য, আর আমরা তুলে দিচ্ছি মাথায় টুপি ও হাতে জ্ঞানের আলো বই। ইসলাম আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে। প্রিয় মতলববাসী, সন্ত্রাসের দৌরাত্ম্য রুখে আমরা আলোকিত ও প্রশান্ত মতলব গড়ব ইনশাআল্লাহ।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান, উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজির, পৌর জামায়াতের আমীর এস. এম. রবিউল আলম এবং পৌর সেক্রেটারি শাহজালাল সরকার।
শ্রীপুর (মাগুরা) : আসন্ন জাতীয় নির্বাচনে মাগুরা ১ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন ১১ অক্টোবর শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তাঁর নির্বাচনি এলাকার গয়েশপুর ও আমলসার ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। উঠান বৈঠকে বলেন। তিনি বলেন -মাগুরার জন্য শিল্প এলাকা গড়ে তোলা অত্যাবশ্যক, নির্বাচিত হলে প্রধান কাজ হবে বিসিক শিল্পনগরী স্থাপন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা মোঃ রবিউল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও এর সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শেরপুর সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী ঝিনাইগাতী) নির্বাচনি এলাকায় ব্যাপক জনসংযোগ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা সেক্রেটারি, এমপি প্রার্থী মোঃ নুরুজ্জামান বাদল।
রবিবার দিনব্যাপী তিনি ৩ নং কাকিলাকুড়া ইউনিয়নের গড়ের বাজার ও কানিপাড়া বাজারে ব্যাপক জনসংযোগ ও মতবিনিময় করেন। এসময় এলাকার ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেন।
আলহাজ্ব নুরুজ্জামান বাদল বলেন, “জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন এবং শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
জনসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, যুবসমাজ ও কর্মীবৃন্দ। এলাকাবাসীর মধ্যে এ সময় উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং অনেকেই আগামী নির্বাচনে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়াও, নেতা-কর্মীরা বাজার এলাকায় লিফলেট বিতরণ, জনগণের মতামত গ্রহণ ও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন।
স্থানীয়রা জানান, আলহাজ্ব নুরুজ্জামান বাদল জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে যেভাবে মাঠে কাজ করছেন, তাতে আসন্ন নির্বাচনে তিনি একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে উঠে আসছেন।