ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদকে গানের আড্ডায় বানিয়েছিল, অযোগ্য লোকগুলোকে দিয়ে সংসদ বানিয়েছিল, মমতাজকে দিয়ে গানের আড্ডায় বানিয়েছিল। গানের আড্ডা কি আমাদের সংসদ, নাকি দেশ সুদর করার জন্য সংসদ? তাই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছি। তিনি বলেন, দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশ ছাতা ধরবে এটার জন্য মানুষ জীবন দেয়নি। প্রয়োজন হলে আবারও বাংলাদেশকে স্বাধীন করার জন্য মানুষ রাজ পথে নামবে।
রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পরে আবারও আগের ধারাবাহিকতায় চাঁদাবাজরা আসবে, খুনিরা আসবে, ঘাট দখল কারীরা আসবে,প্রয়োজন হলে আবারও বাংলাদেশকে স্বাধীন করার জন্য রাজপথে নামবে মানুষ। তিনি বলেন, ৫৩ বছর দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী যুগ্ন মহাসচিব মাওঃ আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ নাসির উদ্দিন, শূরা সদস্য ডাঃ সৈয়দ মুহাম্মদ ইউনুস আহামেদ প্রমুখ।