বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা আগামী নভেম্বরে গণভোট চাই। এ ছাড়া পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের জন্যও নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তুতি রাখতে বলেছি।

সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সোমবার নির্বাচন ভবনে দুপুর সোয়া ১২টার দিকে ইসির সঙ্গে বৈঠকে বসেন জামায়াত নেতৃবৃন্দ।

প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব এ বৈঠকে অংশ নেন।

অন্যদিকে, জামায়াতের পক্ষে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।

ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট, পিআর পদ্ধতিসহ ভোটের প্রস্তুতি, নিরাপত্তা ও অন্যান্য নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত বিভিন্ন সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই সংসদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে, জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর সাথে গণভোট আয়োজন সম্পর্কে একটি সমঝোতা হয়েছে।

সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজন করা হবে, নাকি নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট করা হবে, এই বিষয়টির ব্যাপারে এখনও ইসি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।